মোজাম্মেল হক বাহার, শামলাপুর / গত ২নভেম্বর টেকনাফ হোয়াইক্যং ঢালা সড়ক থেকে হোয়াইক্যং থেকে শামলাপুর গামী একটি চাঁন্দের গাড়ী খদ্দরে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলে ৬জন আহত হয়। আহতরা হল স্থানীয় শামলাপুরের সাকিম আলীর পুত্র মোঃ বেলাল উদ্দীন, আবুল হাশেমের পুত্র শহীদ উল্লাহ, গুলবাহার বেগম সহ আরো কয়েকজন। আহতদের শামলাপুর হাসপাতালে ভর্তি করা হয়। চালকদের কাছ থেকে জানা যায়, উক্ত সড়কটি সম্পূর্ণরূপে অকেজু হয়ে যাওয়ায় বারবার এ রকম দূর্ঘটনায় পতিত হচ্ছে অহরহ যানবাহন। গত ১০ বছর যাবৎ ক্ষমতাসীন নেতা কর্মীদের সড়কটির ব্যাপারে অবহিত করলেও আমলে নিচ্ছেনা তারা। নির্বাচনের পূর্বে জোর গলায় সড়কটি নির্মানের আশ্বাস দিলেও নির্বাচনের পরে কথা আর কাজে মিল থাকেনা। উক্ত সড়কে দূর্ঘটনায় পতিত হয়ে হারিয়েছে ৩/৪টি তাজা প্রাণ। এতদসত্বেও কেন এই সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগছেনা? উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট হোয়াইক্যং বাহারছড়ার জনমহলের জোর দাবী; সড়কটির মূল দৃশ্য অবলোকন পূর্বক সড়কটি নির্মানের ব্যাপারে বিকল্প ব্যবস্থা নেয়া হোক।
Leave a Reply