রমজান উদ্দিন পটল,টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুলের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দেলোয়ার হোছন দিলু সভাপতি নির্বাচিত হয়ে ১০ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়।সুত্র জানায়-১৬ আগষ্ট বিকাল ২টারদিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুলের পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সভা স্কুল হলরোমে অনুষ্ঠিত হয়। মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন – অধ্যাপক নুরুল আমিন, খুরশেদ আলম চৌধুরী, স্কুলের সাবেক সভাপতি-আব্দুর রহমান মেম্বার,জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক- নুর হোছেন,বাদশা মিয়া,৫নং ওয়ার্ড আঃ লীগের সেক্রেটারী-নুরুল আমিন, যুবলীগ নেতা আব্দুল গাফ্ফার, হাজী মকতুল হোছন, শামসুল আলম, হাফেজুর রহমান, রুহুল আমিন সওদাগর,গিয়াস উদ্দিন,সিরাজুল মোস্তফা ও প্রতিষ্ঠাতা সদস্য- আসমা খাতুন প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোছন দিলুকে সভাপতি,পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব, প্রতিষ্ঠাতা সদস্য -আসমা খাতুন ,দাতা সদস্য- আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি -আব্দুল মালেক,লিয়াকত আলী, আরেফা খানম মুন্নী , অভিভাবক সদস্য-মোস্তাক আহমদ,মোঃ শাকের,মোঃ সিরাজুল ইসলামসহ ১০ সদস্য বিশিষ্ট কাঞ্জরপাড়া জুনিয়র হাইস্কুল পরিচালনা কমিটি গঠিত হয়। উল্লেখ্য গত ১২ আগষ্ট প্রািতষ্ঠাতা ও দাতা সদস্য ,শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি নির্বান করা হয়।
Leave a Reply