*মুহাম্মদ ছলাহ্ উদ্দিন – টেকনাফের হোয়াইক্যংয়ে ২ হাজার ১শ’ দুঃস্থ, গরীব ও অসহায় মহিলাদের মাঝে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি’র নিজস্ব তহবিল হতে ঈদ উপহার হিসেবে ২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যমানের ২১শ’ পিচ থামি বিতরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় উনচিপ্রাং বেসরকারী প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ওই সময় সরকারী কাজে ব্যস্ত থাকায় এমপি বদি’র পক্ষে তাঁর প্রতিনিধি নবী হোছাইন ভুলু জনপ্রতি একটি করে প্রতিটি ১শ’ ৪০ টাকা মূল্যমানের থামি-বস্ত্র হোয়াইক্যং ইউপির ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের দুঃস্থ, গরীব ও অসহায় মহিলাদের মাঝে বিতরণ করেন। এ সময় স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্ব আবদুল গণি, সিরাজুল ইসলাম, বেচা আলী, রুহুল আমিন, মোঃ আইয়ূব, জাফর আলম, সাংবাদিক মোস্তাক আহমদ সাকী ও জনপ্রতিনিধি আবদুল বাছেত মেম্বার, ইয়াছমিন আক্তার মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
######################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply