সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥::::টেকনাফের হোয়াইক্যংয়ে অবৈধভাবে সম্পত্তি দখলে নিতে একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামী চাচা কর্তৃক দু’শিশু ভাতিজাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার হোয়াইক্যং হারাংগিয়া ঘোনা এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র আলী আহমদ (৪৫) তার ছোট ভাই দুবাই প্রবাসী হাফেজ বশির আহমদের বসতঘর সংলগ্ন জমিতে ধান েেত বীজতলায় কর্মরত কৃষক গোরা মিয়াসহ অন্যান্য কৃষকদের বেধড়ক মারধর করে বীজতলা ধ্বংস করতে থাকলে হাফেজ বশিরের শিশুপুত্র স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র মোঃ শাহেদ (১০) তাতে বাধা প্রদান করে চাচা আলী আহমদের কাছে এর কারণ জানতে চাইলে তিনি তেড়ে এসে সজোরে শাহেদের গলা চেপে ধরে তাকে ও কক্সবাজার সরকারী স্কুলে ৭ম শ্রেণীতে পড়–য়া তার বড় ভাই হুজ্জাতুল ইসলামকে (১২) প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এলাকাবাসী এগিয়ে এসে শিশু শাহেদকে উদ্ধার করে। দুবাই প্রবাসী হাফের বশির আহমদের স্ত্রী আজিজা নূর (৩০) এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতির নিচ্ছেন জানিয়ে সংবাদকর্মীদের জানান, তার ভাসুর আলী আহমদ ১৬ বছর আগে স্থানীয় একটি হত্যা মামলার আসামী হলে আদালত তাঁকে ৩০ বছরের সাজা প্রদান করলে তিনি দুবাই পালিয়ে যান। ১৪ বছর পর দেশে এসে তিনি ২ বছর কারাগারে সাজা ভোগরত অবস্থায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আমার পুত্র সন্তানদের হত্যা করে সকল সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছে। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর ও তার পুত্রদের নিরাপত্তার আবেদন করেছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। তবে আলী আহমদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অভিযোগ অস্বীকার করেন।
#######################
সাদ্দাম হোসাইন,
হ্নীলা, টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৫-১৬২৮০১