রমজান উদ্দিন পটল…টেকনাফ উপজেলার অন্যতম সীমান্তবর্তী এলাকা হোয়াইক্যংয়ে চলছে ইয়াবার রমরমা বাণিজ্য। তিন শ্রেণীর সিন্ডিকেট সদস্যরা ইয়াবা বেচাবিক্রি ও পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এলাকায় ইয়াবা ব্যবসায়ী,পাচারকারী-গডফাদাররা বেপরোয়া হয়ে পাচারকাজ চালিয়ে যাচ্ছে জোরেসোরে। সীমান্তের ওপার থেকে মরণ নেশা ইয়াবার চালান নিয়ে এসে দেশের বিভিন্ন স্থাপনে সরবরহ করার পাশাপাশি এলাকার বিভিন্ন পান বিতন, ফুটপাটের ঝুপড়ী দোকানে ও ভ্রাম্যমান বিক্রেতারা অবাধে বিক্রি করায় এলাকায় ইয়াবা আসত্ত হয়ে পড়ছে ভবিষ্যত প্রজম্ম। হাত বাড়ালে সহযে পাওয়াতে বিভিন্ন শ্রেণীর কিশোর যুবক ইয়াবা সেবনে জড়িয়ে পড়ছে। হোয়াইক্যংয়ের ইয়াবা স¤্রাজ্যের রাঘব বোয়াল গড ফাডাররা অসাধু জনপ্রতিনিধি-রাজনীতিবিদদের ছত্রছায়ায় কৌশলে ধরাছোয়ার বাইরে থাকায় ইয়াবা বাণিজ্য রমরমা হয়ে উঠে বলে সচেতন মহল মনে করেন। এদিকে হেয়াইক্যংয়ের অন্যতম ইয়াবা সম্্রাজ্য নামে খ্যাত নয়াবাজার সাতঘড়িয়াপাড়া ইয়াবার জোয়ারে ভাসছে। এলাকার সর্বত্রে ইয়াবা বড়িতে ছয়লাব হয়ে পড়েছে। এলাকার প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ইয়াবা স¤্রাজ্য। সিন্ডিকেট গডফাদাররা পার্শবর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেটের চালান এনে ঢাকা,চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে । পাশাপাশি এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে অবাধে বিক্রি করে থাকে বলে জানাগেছে। গোপন সুত্রে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ সাতঘড়িয়া পাড়ান এলাকায় বিভিন্ন সময় কয়েক দফা অভিযান পরিচালনা করলেও অভিযুক্ত গডফাদারদের আটক করা সম্ভবপর না হলেও গত ৩ নভেম্বর রাতে এলাকার অন্যতম গডফাদার মোহাম্মদ ইউছুপ ও তার অপর সহযোগীকে ইয়াবার চালানসহ কক্সবাজারের লিংকরোড হতে পুলিশ অবশেষে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে। জানাগেছে আটক ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার কওে পুলিশ। এব্যাপারে পুলিশ ধৃত ২ আসামীসহ হোয়াইক্যং নয়াবাজার এলাকার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। তবে এ মামলা এলাকার নিরীহ লোকজনকে আসামী করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে ও আটক ইয়াবা গড ফাদার ইউসুপের অবৈধ কর্মকান্ডের বিষয়ে বিগত বিভিন্ন সময় প্রশাসনকে সহায়তা করায় সুকৌশলে ইয়াবা ব্যবসাযী সাজিয়ে মামলায় অভিযোক্ত করা হয়। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে। আটক ইউসুফের ইয়াবা বানিজ্যের বিষয়ে এলাকায় তদন্ত করা হলে তার সিন্ডিকেটের মুল তথ্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসী জানান।#######
Leave a Reply