মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ …পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টেকনাফের হোয়াইক্যংয়ে আড়াই হাজার গরীব, অসহায় ও দু:স্থ মহিলাদের থামি বিতরণ করলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। জানা যায়, ১৭ জুলাই সকাল ১০টা থেকে এমপি আবদুর রহমান বদি উপস্থিত হয়ে তাঁর নিজ তহবিল থেকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লম্বাবিল এলাকার ৭শ’ গরীব, অসহায় ও দু:স্থ মহিলাদের স্থানীয় হাজী মোঃ হোছাইন রেজি: প্রাইমারী স্কুলে, ২নং ওয়ার্ডস্থ হোয়াইক্যং এলাকার ১ হাজার গরীব, অসহায় ও দু:স্থ মহিলাদের স্থানীয় জাফর আলম চৌধুরী মার্কেট চত্ত্বরে এবং ৪নং ওয়ার্ডস্থ দৈংঘ্যাকাটা এলাকার ৮শ’ গরীব, অসহায় ও দু:স্থ মহিলাদের স্থানীয় বন বিট অফিস প্রাঙ্গনে মাথাপিছু আড়াইহাজার থামি বিতরণ করেন। থামি বিতরণকালে এমপি বদি’র সাথে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা ফিরোজ আহমদ চৌধুরী, আলমগীর চৌধুরী, আ’লীগের ২নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত বিজিবি সুবেদার শাহ আলম, ৪নং ওয়ার্ড সভাপতি নির্মল বড়–য়া, যুবলীগ নেতা আজিজুল হক, ২নং ওয়ার্ড নেতা আবু তাহের ও ছাত্রলীগের ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি নূরতাজুল মোস্তফা শাহীন শাহ প্রমূখ। আজ ১৮ জুলাই হোয়াইক্যংয়ের ১নং ওয়ার্ডে এমপি বদি’র থামি বিতরণের কর্মসূচী রয়েছে বলে জানা গেছে।
###############################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply