শাহীনশাহ….টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার জামে মসজিদ পুকুর থেকে মাছ চাওয়া কে কেন্দ্রকরে ৮জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল ০২নভেম্বর দুপুর ২টায় হোয়াইক্যং নয়াবাজার মসজিদে জুমার নামাজ পড়ে মসজিদ কমিটির সিদ্ধান্তে মসজিদ পুকুরে মাছ চাইতে গেলে অতর্কিতভাবে লাঠি ছোরা নিয়ে ৫/৬ ব্যক্তি এসে মারধর করে বাধা দেয়। এতে আহত হয়েছে নয়াবাজারের আহমদ উল্লাহের পুত্র মসজিদ কমিটির সভাপতি আহমদ উল্লাহ, একই এলকার মৃত আব্দু শুক্কুরের পুত্র গিয়াস উদ্দিন, নাজির হোসেনের পুত্র আব্দু রশিদ। আহতদে স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন করা হয়। মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদকমোঃ রাকিব জানান, জুমার নামাজ শেষে সিদ্ধান্ত অনুযায়ী পুকুরে মাছ চাইতে গেলে মৃত ইউসুপ আলীর পুত্র মালেক নেওয়াজ, তার পুত্র কামরুল ইসলাম জুয়েল,কামরুন নাহার,পিংকি প্রমূখ লাঠিছোরা নিয়ে মাছ চাইতে বাধা দিয়ে হামলা চালায়,এতে ৩জন আহত হয়। মসজিদের সুচনা লগ্ন থেকে পুকুরটি মসজিদ কমিটি দেখা শুনা করে আসছে এবং যাকে ভাল মনে করেন লাগিয়তি দেন। কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন জানান, তারা দীর্ঘদিন থেকে পুকুরটি দখলের চেষ্টা চােিয় আসছিল।এ ব্যপারে মালেক নেওয়াজে জানান, লাগিয়ত সুত্রে আমি ৮৪ সাল থেকে ভোগ দখল করে পুকুরে মাছচাষ করে আসছি তাই তাদের বাধা দিতে গেলে তারা আমাদেরর কে তাড়া করে বাড়িতে ঢুকে মারধর করেন।একই পরিবারের ৫জন আহত হয়ে তারা কক্সবাজারে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান।
Leave a Reply