আমিনুল ইসলাম, হ্নীলা…>জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ কর দাতা নির্বাচিত হওয়ায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদিকে টেকনাফের হোয়াইক্যংয়ে গনসংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রাতে দেয়া সংবর্ধনা সমাবেশে এমপি বদি বলেছেন- উখিয়া-টেকনাফের জনগন অনেক ত্যাগ শ্রম দিয়ে ও মুল্যবান ভোটে নির্বাচিত করে আমাকে উপরে তুলেছে। আমি তাদের কাছে আজীবন ঋনী। তাদের জন্য আমার জীবনের সব কিছু উজাড় করে দেব। জনগন আমাকে ভিআইপি বানিয়েছে। তাদের দোয়া সহায়তায় আমি সিআইপি নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন- আমি আমার মরহুম পিতার রেখে যাওয়া অর্থ নিয়ে সৎ ব্যবসা বাণিজ্য করে উপার্জন করছি। কেউ কোথাও কোন দুর্নীতি প্রমান করতে পারবেনা। আর আমার বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ জনগনের মাঝে বিলিয়ে দেব।
টেকনাফ উপজেলা সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার রাত ৯ টায় হোয়াইক্যং আলী অছিয়া স্কুল মাঠে অনুষ্টিত সংবর্ধণা সভায় এমপি বদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী , জনপ্রতিনিধি, সমাজ সেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সভায় সংবর্ধিত এমপি বদি সিআইপি তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এম এ জহির, সহ সভাপতি নাজির হোছাইন চৌধুরী, আওয়মীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়মী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হারুনর রশিদ সিকদার, ফিরোজ আহমদ চৌধুরী, গোলাম আকবর , ছাত্রলীগ নেতা নুরুল অমিন সিক্দারসহ আওয়মী লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সংবর্ধণা সভায় সিআইপি পদক পাওয়ায় এমপি বদিকে হোয়াইক্যং জনগনের পক্ষে এমপি বদিকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা আওয়মীলীগের সভাপতি জাফর আলম চৌধুরী। ######
Leave a Reply