নিজস্ব প্রতিবেদক কক্সবাজার শহরে অবস্থিত হোটেল সাগরগাঁও এর মালিক মরহুম জালাল আহমদের স্ত্রী রমিজা খাতুনের দাপন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জুহুর মহেশখালীর কতুবজোম মাদ্রাসা মাঠে মরহুমার নামাযের জানাযা সম্পন্ন হয়। শতশত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযায় মরহুমার বড় ছেলে কক্সবাজারস্থ হোটেল সাগরগাঁও‘র এমডি ও দৈনিক বাঁকখালীর নির্বাহী পরিচালক সাহেদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানায শেষে মরহুমাকে তার বাড়ির নিকটস্থ কুতুবজোম জামে মসজিদ কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জালাল আহমদের কবরের পাশে চির শায়িত করে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। জানা যায়, গত ১৪জুলাই মরহুমা রমিজা খাতুন হঠাৎ স্টোক করলে তাকে প্রথমে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে চট্টগ্রাম রেফার করেন। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই রাত ১০টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার ৩ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে। মরহুমা রমিজা খাতুন জেলা জামায়াতের সেক্রেটারী, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৈনিক বাঁকখালীর চেয়ারম্যান জিএম রহিমুল্লার শাশুড়ী বলে জনা যায়। জানাজায় অংশ গ্রহণকারী লোকজন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। উপস্থিত সকলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply