নিজস্ব প্রতিবেদক … কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিসে এবার কাফনের কাপড় পাঠিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে পত্রিকাটির সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতির আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খানের টেবিলে কে বা কারা কাগজে মোড়ানো প্যাকেটটি রেখে যায়। ওই রাতে পেশাগত কাজ ছেড়ে অফিস ত্যাগের আগেই সাংবাদিক ফরিদ পরিত্যাক্ত প্যাকেটটি খুলে দেখতে পান, এক টুকরো সাদা কাপড়। তবে কাপড়টিতে কোন কিছু লেখা কিংবা অন্য কোন প্রকার সংবাদ দেয়া হয়নি। ফলে নিজ দপ্তরের টেবিলে পাওয়া কাফনের কাপড়টি নিয়ে তিনি অফিসে কর্মরত অন্যান্য সাংবাদিক ও স্বজনদের দেখান।
সকলেই ধারণা করছেন, অজ্ঞাত কোন সন্ত্রাসী সাদা কাপড়টি পাঠিয়ে হুমকি স্বরূপ জানান দিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হতে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধের কথা জানিয়ে কক্সবাজারবাণী সম্পাদক বলছেন, তাঁর সম্পাদিত পত্রিকায় প্রতিদিন কত সংবাদ প্রকাশ পায়। হয়তো এতে সংক্ষুব্ধ কেউ এ কাজটি করেছে।
উল্লেখ্য, কক্সবাজারবাণী পত্রিকা অফিসে এর আগে গত ৬ মে রাতে একদল স্বশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সম্পাদক ও প্রধান সম্পাদককে মারাত্মক আহত করেছিল। এ ব্যাপারে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য মামলাটি তদন্ত করে ঘটনায় জড়িত প্রকৃত কোন সন্ত্রাসীকে আজও আটক করতে পারেনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
এই অবস্থায়, একই পত্রিকা অফিসে ফের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়ার বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারছেন না কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। তাদের সকলের দাবি, প্রশাসন এ ব্যাপারে তদন্ত পূর্বক দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে অদূর ভবিষ্যতে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। শুধু কক্সবাজারবাণী পত্রিকা অফিস নয়, স্থানীয় সকল পত্রিকা অফিসের নিরাপত্তাসহ কর্মরত সাংবাদিকদের জানমালের নিরাপত্তায় প্রশাসনের কাছ থেকে কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন সাংবাদিকরা।
Leave a Reply