মুহাম্মদ আবু বকর ছিদ্দিক , রামু..…….হাতি তাড়াতে গিয়ে নিজেই হাতির তাড়া খেয়ে কোন রকমে জীবন নিয়ে ফিরে এসেছেন এক বয়োবৃদ্ধ। ওই বৃদ্ধ হলেন আলী মিস্ত্রি (৬০)। তবে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডান পা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পা থেকে হাঁটু পর্যন্ত গোশত খুলে পড়ে গেছে।
হাতির আক্রমন থেকে বেঁচে আসা ব্যক্তি হলেন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়ার মৃত আলী আহমদের ছেলে। রোববার দিবাগত গভীর রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আহতের পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে একটি হাতি আলী মিস্ত্রির বসতভিটায় এসে বিভিন্ন গাছের ফল খাওয়ার চেষ্টা করে। ওই সময় হাতি দেখতে পেয়ে আলী মিস্ত্রি হাতিটি তাড়া করার চেষ্টা করে। তবে হাতিটি চলে গেলেও পা দিয়ে বৃদ্ধের পায়ে চাপা দিলে তার ডান পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত সম্পূর্ণ গোশত ছিলে পড়ে যায়।
নিকটাত্মীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।
আহত বৃদ্ধের ছেলে সিদ্দিক আহমদ জানান, প্রায় সময়ই তাদের গ্রামে হাতির আক্রমন হয়। এক মাস আগেও এক গৃহবধূকে হাতির পাল হত্যা করে।
আহত আলী মাঝিকে কক্সবাজার শহরেরর ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply