কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
এসময় হাতির তাণ্ডবে প্রায় ২০টি বসত বাড়ি তছনছ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ধান ক্ষেত।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ির উত্তরকুল এলাকায় বন্য হাতি এ তাণ্ডব চালায় বলে জানা গেছে।
নিহতরা হলেন-ওই এলাকার প্রবাসী আবদুল হামিদের স্ত্রী আমেনা খাতুন (২২), মৃত মাজু মিয়ার ছেলে আলী আহমদ (৫৫) ও রশিদ আহমদের ছেলে শাহজাহান (৩০)।
আহতদের মধ্যে মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী আসমা বেগমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে এবং আবদুস শুক্কুর (৩০) ও আবদুর রহিমকে (২৫) রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বাংলানিউজকে জানিয়েছেন, বুধবার ভোর ৫টার দিকে ২টি বন্যহাতি ওই এলাকায় এসে জমির ধান খেতে খেতে কয়েকটি বসতবাড়ি ভাঙচুর শুরু করে।এতে ওই সব বাড়ির লোকজন হাতির আক্রমণের শিকার হন। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৫ জন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭/৮ রাউন্ড গুলি ছুড়েও হাতি ২টি তাড়াতে বিফল হয়েছে।
দুপুর দেড়টার দিকে তিনি জানান, হাতি ২টি এখনো ওই এলাকার একটি জমিতে ধান খাচ্ছিল।
প্রায় একই সময় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
Leave a Reply