মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু,.…..বর্ষা শুরু হতে না হতেই কক্সবাজারের রামু মরিচ্যা আরকান সড়ক মিনি পুকুরে পরিণত হয়েছে। পুরো সড়কে তীব্র ভাংগনের পাশাপাশি অস্যখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত গুলোতে গুড়ি-গুড়ি বৃষ্টির পানি জমে যেন মিনি পুকুরে রুপ নিয়েছে। এতে করে যানবাহন ও যাত্রীদের চলাচলে সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া ওই সড়ক পথে ডাকাত আতংক বিরাজ করছে। যে কোন মুহুর্তে সড়ক ডাকাতি বা ইত্যাদি অপরাধমুলক কর্মকান্ডের আশংকাও রয়েছে।
Leave a Reply