সংবাদ বিজ্ঞপ্তিঃ মহেশখালী উপজেলার সিনিয়র সাংবাদিক দীর্ঘ ১ সাপ্তাহ ধরে মহেশখালী হাসপতালে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ার পর শরীরের অবনতি হলে অবশেষে ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করে। জানাযায়, গত ১৯ জুলাই ছোট মহেশখালী ইউনিয়ন যুবদল আয়োজিত ইফতার মাহফিলের সংবাদ সংগ্রহ করে টমটম যোগে ফেরার পথে ডেইল পাড়া ব্রীজের পার্শ্ববতী লম্বাঘোনা এলাকার বশিরের মালিকানাধীন যাত্রীবাহী গাড়ী উল্টে গিয়ে মহেশখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত ,দৈনিক পুর্বদেশ ও দৈনিক আপন কন্ঠের মহেশখালী প্রতিনিধি এম রমজান আলী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকলে টমটমের অন্যান্য যাত্রীরা ও ড্রাইভার মিলে মহেশখালী হাসপতালে এনে। উক্ত হাসপাতালে দীর্ঘ ১ সাপ্তাহ চিকিৎসার পরে ও শরীরের কোন ধরনের উন্নতি না হওয়ায় কর্মরত ডাক্তার গতকাল বিকাল ৩ টায় ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সদর হাসপাতালে প্রথম তলায় পুরুষ কেবিনে চিকিৎসাধীন বিধায় পুরো সাংবািিদক সমাজ ও সর্বস্থরের জনগনের কাছে দোয়া কামনা।