ভিক্ষা করে জমানো টাকা, স্বর্ণ সঙ্গে বউ হারিয়ে আদালতে গেলেন এক ভিক্ষুক। দৃষ্টি প্রতিবন্ধী কামাল খান বুধবার বরিশালের মুখ্য হাকিম মাসুদুর রহমানের আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ভিক্ষা করে জমানো টাকা, স্বর্ণের চেইন শ্বশুরবাড়ির লোকজন ছিনিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় বউকে রেখে হত্যার হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ভিক্ষুকের শ্বশুর আবুল ফকির, শাশুড়ি জোহরা বেগম, শ্যালিকা রেবু বেগম ও হেনা বেগমকে আগামী ৯ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে বলা হয়, দৃষ্টি প্রতিবন্ধী কামাল খান চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার তিনি স্ত্রী হেনা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। সঙ্গে ছিল জমানো ৩০ হাজার টাকা ও এক ভরি এক আনা ওজনের একটি স্বর্ণের চেইন। কামালের অভিযোগ, সকালে লঞ্চঘাটে নামার পর শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকা তাদের নিতে আসে। কিছুক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে তিনি বুঝতে পারেন, শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্ত্রী ব্যাগ হাতিয়ে টাকা ও স্বর্ণের চেইন নিয়ে গেছে। পরে বিভিন্ন লোকজনের সহায়তায় কামাল শ্বশুরবাড়ি যান এবং তাদেরকে টাকা ও স্বর্ণের চেইন ফেরত দিতে বলেন। তবে শ্বশুর-শাশুড়ি-শ্যালিকা টাকা ও স্বর্ণের চেইন ফেরত না দিয়ে হত্যার হুমকি দিয়ে কামালকে বাড়ি থেকে বের করে দেয়।
Leave a Reply