টেকনাফ নিউজ ডটকম…স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মহিউদ্দিন খান আলমগীর। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে হাসানুল হক ইনুকে। স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনকে দেয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ বিকালে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর মন্ত্রীদের দপ্তর বন্ঠন চূড়ান্ত হয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তথ্যমন্ত্রী মন্ত্রী আবুল কালাম আজাদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মুজিবুল হককে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আবুল হাসান মাহমুদ আলীকে। মোস্তফা ফারুক মোহাম্মদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী এবং আবদুল হাইকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজিউদ্দিন আহমেদ রাজুকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। ওবায়দুল কাদের যোগাযোগ ও ড. আবদুর রাজ্জাক শুধু খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিকালে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Leave a Reply