এটিএন ফায়সাল……মিয়ানমারের ইয়াবা গডফাদার, তথ্য পাচারকারী ও দেশীয় সহযোগীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বাংলাদেশী গ্রামীণ ফোনের সংযোগসহ দুটি এক্স-২ নকিয়া মোবাইলফোন। গতকাল সকালে সেন্টমার্টিন বাজারের শাহীন হোটেল হতে সেন্টমাটিন টহলরত কোস্টগার্ড সদস্যরা মিয়ানমারের ইয়াবা গডফাদার ইব্রাহীম অপর এক তথ্য পাচারকারী রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় সেন্টমার্টিনে তার দেশীয় সহযোগী আব্দুর রহমানকেও আটক করা হয়। আটককৃত দুই রোহিঙ্গা হচ্ছে- মিয়ানমারের মংডু থানার খাইসসুরাতা এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ ইব্রাহীম ও এরশাদ উল্লাহর পুত্র আমান উল্লাহ ফোরকান প্রঃ এম আই পুটু।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারে দাঙ্গার পর মিয়ানমার সরকার উক্ত ইব্রাহীমকে আটক করেছিল। পরে মোটা অংকের বিনিময়ে মুক্ত হয়ে আবারো তথ্য পাচারের মিশন নিয়ে সেন্টমার্টিনে অবস্থান নিয়েছে। বাংলাদেশি গোয়েন্দা সংস্থার কাছে তার ব্যাপারে রয়েছে নানান তথ্য। নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে মিয়ানমার হতে ইয়াবা পাচারকারীদের অন্যতম এ ইব্রাহীম টেকনাফের সাইফুলের আপন মামা। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মিল্টন জানান, একজন সহযোগীসহ রোহিঙ্গাদের সন্ধ্যায় থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
teknafer asol yava g/father der adal korte, tana oc ay rohhnggader niae natoq sajalo! Arek joj miar kahini nato?
ragob bowalder keno dhora hocchena?31 joner talikai jara achen tara bohal tobiyote yaba bebsha chaliye jacchen proshashoner naker dogai…………..