হুমায়ুন রশিদ,টেকনাফ। চট্টগ্রাম বন্দরগামী ভিয়েতনামীয় পণ্যবোঝাই একটি জাহাজ গভীর সমুদ্র থেকে ১৭ জনকে উদ্ধার করেছে এমভি আমসির নামক জাহাজ কর্তৃপক্ষ। উদ্ধারকৃতরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বলে জানা গেছে।
সুত্র জানায়-৩নভেম্বর গভীর রাতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিনে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে নৌকায় ১৭ জেলে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে মাল বোঝাই এমভি আমসির নামক একটি জাহাজ আটকে পড়া ১৭ জেলেকে দেখতে পায়। তাদের উদ্ধার করার জন্য গত রোববার সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের কাছে হস্তান্তর করেছে। উদ্ধার হওয়া সব জেলে কক্সজার জেলার বাসিন্দা বলে জানায়।এ বিষয়ে চট্টগ্রামের কোস্ট গার্ডের তথ্য কর্মকর্তা লে. কমান্ডার আতিকুর রহমান জানান-এমভি আমসির জাহাজের ক্যাপ্টেন ভাসমান জেলেদের দেখে উদ্ধার করার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। এরপর থেকে কোস্ট গার্ড জাহাজ শেটগাং কুতুবদিয়া অ্যাংকরেজে উদ্ধার করা জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সেবা দিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ১৭ জেলেকে তাদের কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। । ############
Leave a Reply