সাইফুল ইসলাম চৌধুরী,টেকনাফ (টেকনাফ নিউজ ডটকম)
সেন্টমার্টিনদ্বীপ সৈকত এলাকা থেকে ১ অজ্ঞাত ব্যক্তির একটি লাশ উদ্বার করেছে পুলিশ । সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ জাহাঙ্গীর আলম জনায়,২৭ নভেম্বর সন্ধ্যায় সেন্টমার্টিন সমুদ্র সৈকতের উত্তরে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখলে পুলিশকে সংবাদ দেয় । তাৎকানিক ঘটনা স্থলে গিয়ে পুলিশ লাঁশটি উদ্বার করে নিয়ে আসে এবং ২৮ নভেম্বর সকালে টেকনাফ থানার উদেশ্যে লাঁশটি ফিসিং ট্রলারে করে পাঠানো হয় । এদিকে লাঁশটি দুপুরে টেকনাফ কায়ুখালী খালে পৌচলে টেকনাফ থানা পুলিশের এস আই আ ঃ আওয়াল লাঁশটি নিয়ে প্রথমে থানায় ও পরে ককসবাজারে পোষ্টমডাম করার উদেশ্যে পাঠানো হয় বলে থানা সূত্রে জানাযায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাঁশটির সঠিক আত্বীয় স্বজন পাওয়া যায়নি
Leave a Reply