২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অন্যান্য বিষয়ের মতো সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে গণিতের পরীক্ষা হবে ।
এছাড়া ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত, উচ্চতর গণিত এবং ২০১৭ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য বলা হয়েছে।
২০১০ সাল থেকে পর্যায়ক্রমে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নির্ধারিত ২৩ বিষয়ের মধ্যে গণিত ও উচ্চতর গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে আসছে। এখন থেকে এ পদ্ধতিতে গণিতও অন্তর্ভুক্ত হলো।
Leave a Reply