// মাত্র চার দিনের ব্যবধানে সুন্দরবনে বাঘের থাবায় প্রাণ গেলো আরও এক জেলের। খুলনার কয়রা উপজেলার এই হতভাগ্যের নাম নজরুল ইসলাম (৩৮)। সুন্দরবনে মাছ ধরার সময় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে বাঘ আক্রমণ করে বনের ভেতর ধরে নিয়ে যায়। আজ শুক্রবার সকালে বনকর্মীরা তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। মাত্র চারদিন আগে গত ১৯ নভেম্বর কয়রার নজরুল গাজী নামের অপর এক জেলে বাঘের থাবায় প্রাণ হারান।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) জহিরুদ্দিন আহমদ কালের কণ্ঠকে বলেন, বনের ৩৫ নম্বর কমপার্টমেন্টের অধীন পাড়াপোতা খালে মাছ ধরার সময় নজরুল ইসলামকে বাঘ আক্রমণ করে এবং বনের ভেতরে নিয়ে যায়। সঙ্গীদের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীরা শুক্রবার সকাল ৭টার দিকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। নজরুল ইসলামের বাড়ি কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামে। তিনি বন বিভাগের নিকট থেকে অনুমতি নিয়ে মাছ ধরার জন্যে সেখানে গিয়েছিলেন।
এর আগেও গত ১৯ নভেম্বর কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের নজরুল গাজী সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান।
Leave a Reply