হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ….নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ের মাধ্যমে কঠোর সতর্কতা রয়েছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রোহিঙ্গা অনূপ্রবেশ হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
সংঘাতময় আরকান রাজ্যের আকিয়াব জেলার শহরগুলো হচ্ছে পকটো, মা¤্রা, কিয়ক্টো, খায়াফ্রু, চাকফ্রু, মারু, রেনবি, চালিমা। রোহিঙ্গারা আরো জানায়, আরকান রাজ্যের ৮ টি শহরে নাসাকার পাশাপাশি রাখাইন যুবক ও বিদ্রোহী গ্রুপ কমিউনিস্ট শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষে হতাহত হয়েছে অনেক। এ ঘটনায় যাতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। নজরদারী ও টহল জোরদার করা হয়েছে।টেকনাফস্থ ৪২ বিজিবি কমান্ডিং অফিসার (সিও)লেঃ কর্ণেল জাহিদ হাসান ৩০ অক্টোবর সন্ধ্যায় জানান, পরিষিÍতি এ পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সীমান্তে কঠোর সতর্কতা নজরদারীসহ টহল জোরদার করা হয়েছে। গত কয়েকদিনে ১ জন রোহিঙ্গাও বাংলাদেশে অনুপ্রবেশ করেনি। ##
Leave a Reply