সিলভার কাপ ফুটবল খেলায় বিজয়ীদের পুরুষ্কার দিলেন :টেকনাফ ক্রীড়া সংস্হার নির্বাহী সদস্য নুরুল হোসাইন
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর, ২০১৭ ১১:১২ অপরাহ্ন
298 বার এই নিউজটি পড়া হয়েছে
নিজস্বপ্রতিবেদক **
টেকনাফ হাই স্কু লের মাঠে সিলভার কাপ ৩য় আসর ফুটবল খেলায় বিজয়ী হলেন নতুন পল্লান পাড়া ফুটবল একাদশ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় টেকনাফ হাই স্কুলের মাঠে সিলভার কাপ ৩য় আসর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় উপস্হিত ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্হার নির্বাহী সদস্য ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন,ক্রীড়া সংস্হার সদস্য ও স্বনামধন্য রেফারী আলি আকবর বাঘা, সিলভার কাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান খোরশেদ আলম সদস্য হারুনর রশিদ,রাশেদুল হাসান রাশেদ প্রমূখ।
আজ প্রথম রাউন্ডের ৭ম খেলায় মুখোমুখি হয়ে মাঠে খেলছেন, নতুন পল্লান পাড়া ফুটবল একাদশ, বনাম জালিয়া পাড়া ফুটবল একাদশ। উক্ত খেলায় প্রথম ৩০ মিনিটের মধ্যে ২ টি গোল করলেন নতুন পল্লান পাড়া একাদশের খেলোয়ার এনাম এবং রিয়াজুল।
শেষ পর্যন্ত খেলার মধ্যে জালিয়াপাড়া ফুটবল একাদশ একটি ও গোল করতে পারে নাই। উক্ত দল মাঠ থেকে হেরে বিদায় নিলেন।
ফুটবল খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, মোঃ আবছার, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, মোঃ আব্দুল্লাহ ও বাবুল শর্মা।
সিলভার কার্প ফুটবল টুর্নামেন্টে ১৪ টি টিমের মধ্যে ১২ টি টিমের খেলা শেষ । বাকী দুইটি কাল মাঠে খেলবেন অবসর প্রাপ্ত ফুটবল একাদশ বনাম গনি মার্কেট ফুটবল একাদশ।