মুঠোফোনের নতুন সংযোগ নেওয়ার (সিমকার্ড কেনা) ক্ষেত্রে মূলকপিসহ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিলের বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন।
একই সঙ্গে মুঠোফোনের সিমকার্ড কেনায় জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিলের শর্তটি সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।
শিক্ষানবিশ আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী গতকাল রোববার রিট আবেদনটি করেন। আজ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে অনীক আর হক প্রথম আলো ডটকমকে বলেন, সবাই এখনো জাতীয় পরিচয়পত্রের আওতায় আসেনি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০-এর ধারা ১১ অনুসারে যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট না দেবে, ততক্ষণ পর্যন্ত পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। ১২ এপ্রিল মন্ত্রণালয় ওই ঘোষণা দেয়। এর আওতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ১৪ আগস্ট, ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালত বিকল্প রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি রুলও জারি করেছেন।
Leave a Reply