নুর হাকিম আনোয়ার,টেকনাফ ### টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়ায় হিন্দুপল্লীতে সংঘর্ষ হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ১১ আগস্ট চান্দলী পাড়ায় দুপুর ১টায়। আহত রায় মোহন শীল জানায়- রায় মোহন শীল নিজ গাছ থেকে আমড়া পারছিল। এসময় আমড়া নিজ বাড়ির ছাউনীতে পড়ে। এতে আমড়া পড়ার শব্দে দ্ধ হয়ে পার্শ্ববতী প্রতিবেশী তপন(কালায়া),নিতিবালা,রুবেল,উত্তমের নেতৃত্বে রায়মোহনশীলের উপর লাঠি দিয়ে হামলা করে । এসময় রায়মোহনের রায়ের স্ত্রী রিতু বালা এগিয়ে আসলে কাজলা বালা,অস্টমী বালা এগিয়ে আসলে তাদেরকে দা, কিরিচ,লাঠি দিয়ে আঘাত করে। এ রির্পোট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। রায়মোহনশীল জানিয়েছেন মামলা করার প্রস্তুতি চলছে।