চট্টগ্রাম নগরীর খুলশী থানার আল ফালাহ গলিতে একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ দু`জন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দু`জনের মধ্যে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় বাসায় তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া দু`মাদক বিক্রেতা হলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়য়ের এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র ফেরদৌস আলম রুবেল (২৩) ও মোহাম্মদ আলী প্রকাশ লেদু (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক মুকুলজ্যোতি চাকমা বাংলানিউজকে জানান, রুবেল ও মোহাম্মদ আলী দু`জনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা।
তারা নগরীর আল ফালাহ গলির তাহা ভিলার পঞ্চম তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিল। মূলত টেকনাফ থেকে ইয়াবা এনে ওই বাসা থেকে আল ফালাহ গলিতে তারা সরবরাহ করত।
দু`জনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
Leave a Reply