সোমবার ০২ মে, ২০১৬ ৮:৩৬ অপরাহ্ন
179 বার এই নিউজটি পড়া হয়েছে
মোহাম্মদ জুবাইর:::টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে নাফ নদী ইসলামী শিল্পী গোষ্ঠীর সংগীতানুষ্ঠান মঙ্গল বার অনুষ্ঠিত হবে। নাফ নদী ইসলামী শিল্পী গোষ্ঠির পরিচালক শাহ নেওয়াজ বলেন সুস্থ সংস্কৃতির বিকাশ ও অপ সংস্কৃতি প্রতিরোধে তরুণ-কিশোর ও নবীণ শিল্পীদের নিয়ে ৩ মে মঙ্গল বার সকাল ৯ টায় সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে “তোমাকেই খুঁজছি” শিরুনামে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে টেকনাফ উপজেলার শিশু-কিশোর শিল্পীরা মনোজ্ঞ সংগীত , কৌতুক পরিবেশন করবেন। সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় সকলকে উস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে: ০১৮৩২ ৭৩৭২ ৭৭, ০১৮৩২ ৬১ ৯১ ৩৫, ০১৮১ ৯৯ ৭৪ ৫২০।