মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ / টেকনাফের সাবরাং ইউনিয়ন ছাত্রলীগ’র সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে মঞ্জুর সভাপতি ও মাহমুদুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম জানান, শুক্রবার বিকাল ৪টায় সাবরাং ইউনিয়ন ছাত্রলীগ’র সম্মেলন উপলক্ষে এক সভা স্থানীয় নয়াপাড়া নবী হোছাইন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ সম্পাদক ফরিদুল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সহ-সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায়
জেলা উপ-ক্রীড়া সম্পাদক মোঃ সোলতান প্রধান বক্তা এবং উপজেলা প্রচার সম্পাদক জাফর আলম সবুজ, সহ-সম্পাদক ছৈয়দ হোছন, টেকনাফ ডিগ্রী কলেজ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহীম, সম্পাদক শামসুল আলম, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিটের সভাপতি আব্দুল বাসেত, সম্পাদক মোঃ ফায়সাল, সদর ইউনিয়ন সম্পাদক জহির আহমদ, হ্নীলা হাইস্কুল সভাপতি হেলাল উদ্দিন, সদর ইউনিয়নের সাবেক সম্পাদক নুরুল আমিন, যুগ্ম-সম্পাদক মোঃ আবছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাশেষে সর্বসম্মভাবে আবুল মঞ্জুরকে সভাপতি, মোঃ ওসমান সিকদার, আব্দুল হালিম ও মোঃ আলীকে সহ-সভাপতি, মাহমুদুল হক সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম ও মোঃ রুবেলকে যুগ্ম-সম্পাদক এবং অলি উদ্দিন ও আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে সাবরাং ইউনিয়ন ছাত্রলীগ’র কমিটি গঠন করা হয়।
##########
Leave a Reply