চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গতকাল বুধবার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া আবদুল গফুরের (৩২) বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং এলাকায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার বলেন, ‘চান্দগাঁও থানার রওশন বোর্ডিংয়ের সামনের সড়ক থেকে গফুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৫৭৫টি ইয়াবা বড়ি পাওয়া যায়।’
Prai e dhoroner khobor dekhchi. Amar mone hoi Teknaf er onek lok e beboshar shathe jorito and okhnakar lokjon beparte jane. Tai ekjon dujon k dhorle kono impact porbe na. Dorkar gono shochenota and campaign.
Dr. Abdullah
Saudi Arabia
dora porese val hoisa?