মোজাম্মেল হক বাহার,শামলাপুর,টেকনাফ……..সম্প্রতি আরাকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। একে উপেক্ষা করে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ,মায়ানমার সহ পার্শ্ববর্তী দেশের বিভিন্ন সীমান্তে নিয়োজিত রয়েছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা। তবুও অর্থের লোভে এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের মালেশিয়া পাচার করার জন্য মরিয়া হয়ে উঠেছে কিছু দালাল সিন্ডিকেট। জানা যায় টেকনাফ শামলাপুরের কিছু নতুন দালাল সিন্ডিকেট শামলাপুর থেকে অল্প টাকায় মালেশিয়ায় মূল্যবান চাকরির লোভ দেখিয়ে এলাকার কিছু সরলমনা লোকদের একত্র করে টেকনাফের শীর্ষ দালাল মৌঃ কলিমুল্লাহ ,স্থানীয় শাহাপরীর দ্বীপের জামাল ডাকাত সহ সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের কাছে পৌছে দেয়। তারা সেখান থেকে পুরাতন নৌকা সংগ্রহ করে মালেশিয়া পাচার করে। মালেশিয়াগামী অনেক নৌকা গোজব হয়ে গেছে এরকম খবরও অহরহ বিদ্যমান, তা জানা সত্বেও দালালেরা যে এমন দুষ্কর্মে লিপ্ত রয়েছে সে ব্যাপারে প্রশাসনিক চাপ অবশ্যপ্রয়োজন।
Leave a Reply