নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর জমিতে হামলা চালিয়েছে ‘ভূমিদস্যূ’ ইলিয়াছ বাহিনীর সশস্ত্র ক্যাডাররা। সোমবার বিকালে সশস্ত্র ওই ক্যাডাররা জমিতে হামলা চালিয়ে ঘেরাবেড়া ভাংচুর ও সাইনবোর্ড ভাংচুর করেছে। ওই সময় সন্ত্রাসি শাহআলম ও আজিজের নেতৃত্বে ২০-২৫ সদস্যের এই সন্ত্রাসিরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় এবং সাংবাদিক নুরুল ইসলাম হেলালী ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালাগাল করে। তবে সন্ত্রাসিদের মহড়ার সময় নুরুল ইসলাম হেলালী ও তার কোন লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিস্টরা জানিয়েছেন, জেলার অন্যতম ‘প্রধান ভূমিদস্যূ’ ইলিয়াছ সওদাগরের ভাড়াটে সন্ত্রাসি শাহআলম প্রকাশ গাল কাটা শাহআলম ও আজিজ প্রকাশ বার্মাইয়া আজিজের নেতৃত্বে ওই সন্ত্রাসিরা শহরের দক্ষিণ পাহাড়তলীর নজির হোসেন ঘোনা এলাকার সাংবাদিক নুরুল ইসলাম হেলালীর জমিতে হামলা চালায়। তারা নুরুল ইসলাম হেলালীর জমির ঘেরাবেড়া ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। ওই সময় সন্ত্রাসিরা সাংবাদিক নুরুল ইসলাম হেলালী ও তাঁর লোকজনকে খুঁজতে থাকে এবং অকথ্য ও অশালিন ভাষায় গালাগাল করে।
সূত্র জানায়, ‘ভূমিদস্যু’ ইলিয়াছ সওদাগর দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘ভূঁয়া’ কাগজপত্র সৃজন করে নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্নজনের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। অবৈধভাবে ‘ভূঁয়া’ অঙ্গীকারনামা দিয়ে আনসার ক্যাম্প বসিয়ে অনেকের জমি জবরদখলের পাশাপাশি সাংবাদিক নুরুল ইসলামী হেলালীর জমির কিছু অংশও জবরদখল করে রেখেছে।
সূত্র মতে, সাংবাদিক নুরুল ইসলাম হেলালী ‘ভূমিদস্যু’ ইলিয়াছ সওদাগরের নিপীড়ন, নির্যাতন ও সন্ত্রাস থেকে রেহাই এবং অবৈধ ভাবে ওই এলাকায় স্থাপিত ‘আনসার ক্যাম্প’ প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা আনসার কমান্ড্যান্টের কাছে লিখিত আবেদন করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে ইলিয়াছ সওদাগর। সে নিজে উপস্থিত না থাকলেও দীর্ঘদিন ধরে তার ‘ভাড়াটে সন্ত্রাসি’ গালকাটা শাহআলম ও বার্মাইয়া আজিজের নেতৃত্বে ওই জমিতে হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাংবাদিক নুরুল ইসলাম হেলালী জানিয়েছেন, ‘ভূমিদস্যু’ ইলিয়াছ সওদাগরের অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ায় তার জমিতে হামলার ঘটনা ঘটিয়েছে।
Leave a Reply