বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর, ২০১৬ ৯:২৯ অপরাহ্ন
93 বার এই নিউজটি পড়া হয়েছে
বার্তা পরিবেশক = টেকনাফের প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেমের মেয়ে হাবিবা জেএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। তার রোল নং-২৪৮০২১। সে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল থেকে এবারে জেএসসি পরিক্ষায় অংশ নিয়েছিল। তার প্রাপ্ত গ্রেড হচ্ছে ৪.৭০।
হাবিবা সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম ও নুরজাহান বেগমের ৫ ছেলে এবং ২ মেয়ের মধ্যে সবার ছোট। হাবিবার বড় বোন আজিজা আক্তার সুমাইয়া পিএসসি ও জেএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। তাছাড়া ২য় সন্তান মাহবুবুর রহমান ফাহিম জেডিসি ও দাখিলে ‘এ+’ এবং আলীমে ‘এ’ এবং ৩য় সন্তান হাবিবুর রহমান জেডিসি ও দাখিলে ‘এ’ ৫ম সন্তান আতিকুর রহমান মিসবাহ জেডিসিতে ‘এ+’ পেয়েছিল।
হাবিবা এ সফলতার জন্য মহান আল্লাহু তা’য়ালার শুকরিয়া এবং প্রতিষ্টানের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সর্বমহলের আন্তরিক দুয়া কামনা করেছেন। ##