হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ::::::সরকার আসন্ন ঈদ উপল্েয টেকনাফ উপজেলার ২৩ হাজার ৫৬১ দুঃস্থ পরিবারের জন্য ২৩৫.৬১০ মেট্রিক টন ভারনালেবল গ্র“প ফিডিং (ভিজিএফ) চাল বরাদ্দ দিয়েছে। তালিকাভূক্ত প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল পাবে। ইউনিয়ন ওয়ারী বরাদ্দ হচ্ছে- হোয়াইক্যং ৪ হাজার ৫০০ কার্ড, ৪৫ মেঃটন চাল, হ্নীলা ৪ হাজার কার্ড, ৪০ মেঃটন চাল, টেকনাফ সদর ৫হাজার কার্ড, ৫০ মেঃটন চাল, সাবরাং ৬ হাজার ৫৬১ কার্ড, ৬৫.৬১০মেঃটন চাল, বাহারছড়া ৩ হাজার কার্ড, ৩০মেঃটন চাল, সেন্টমার্টিনদ্বীপ ৫০০ কার্ড, ৫ মেট্রিক টন চাল। ভিজিএফ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভিজিএফ নীতিমালার আলোকে প্রস্তুতকৃত তালিকা ২৮ জুলাই মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হলেও ৩১ জুলাই এ রিপোর্ট লেখা পর্যন্ত তালিকা জমা দেওয়া হয়নি বলে জানা গেছে। প্রত্যেক ইউনিয়নের জন্য নিধার্রিত তদারকি কর্মকর্তা আবশ্যিকভাবে উপস্থিতিতে ২ আগস্ট সাবরাং ইউনিয়ন, ৩ আগস্ট হোয়াইক্যং, ৪ আগস্ট হ্নীলা, ৫ আগস্ট বাহারছড়া ও সেন্টমাটিনদ্বীপ,৬ আগস্ট টেকনাফ সদর ইউনিয়নে এ চাল বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদারকি কর্মকর্তারা হলেন- হোয়াইক্যং ইউনিয়নে যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন, হ্নীলা ইউনিয়নে সমবায় অফিসার কামাল আহমদ, টেকনাফ সদর ইউনিয়নে সমাজসেবা আবদুল মান্নান, সাবরাং ইউনিয়নে মহিলা বিষয়ক অফিসার আলমগীর কবির, বাহারছড়া ইউনিয়নে কৃষি অফিসার আবদুল লতিফ, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে মাধ্যমিক শিা অফিসার শাইফুল আলম। #########