কক্সবাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে। কারণ হামলার সময় সরকার সম্পূর্ণ নীরব ছিল। ঘটনার এতোদিন পরও সরকার দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। শনিবার বিকেলে কক্সবাজারের রামুতে গিয়ে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘যদি সরকার ও আওয়ামী লীগ জড়িত না হবে, তাহলে হামলার পরপরই কেন সরকারের প্রশাসন আসেনি, র্যাব আসেনি, সেনাবাহিনী আসেনি? আসল কথা হচ্ছে, প্রশাসনকে সরকার আসতে দেয়নি। মন্দিরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত।’
খালেদা জিয়া রামুর সীমা বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনের কথা শোনেন। এরপর তিনি তাদের ধৈর্য ধারনের পরামর্শ দেন।
রামুর বৌদ্ধ ধর্মালম্বীদের হতাশ না হওয়ার আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতি ও স্থাপনা সংস্কারের ব্যবস্থা করা হবে।”
বিরোধী দলীয় নেতা আরো বলেন, সরকারের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে। কারণ হামলার সময় সরকার সম্পূর্ণ নীরব ছিল। ঘটনার এতোদিন পরও সরকার দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আববাস, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা সুকমোল বড়ুয়া, সুশীল বড়ুয়া প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
Leave a Reply