*সমপ্রীতির চেতনায় ঈদুল আজহা উপযাপনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। আজ শুক্রবার এক বিবৃতিতে দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উত্সর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানির এই শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে হবে।
Leave a Reply