ঢাকা, ১৩ সেপ্টেম্বর: সরকারের শেষ সময়ে মন্ত্রিসভায় যোগদান করে কিছুই করতে পারবো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘‘আমার মধ্যে কোনো ক্ষোভও নেই, হতাশাও নেই। এ মুহূর্তে মন্ত্রিসভায় যোগ দিয়ে আমি কিছুই করতে পারব না। তাই যোগ দেইনি।’’
বৃহস্পতিবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মহাজোটের সরকারের চতুর্থ বারের এ মন্ত্রিসভা সম্প্রাসারণে তোফায়েল আহমেদের যোগদানের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বলা হয়েছিল। কিন্তু তিনি সরকারের শেষ সময়ে মন্ত্রী হতে রাজি হননি।
তোফায়েল আহমেদ বলেন, ‘‘আমি আমার দলকে ভালোবাসি, আমার দলেরই সরকার। আমি মনে করেছি ব্যক্তি হিসেবে মন্ত্রী হওয়া না হওয়ায় কিছু যায় আসে না। সরকার পরিচালনায় দল সফল হলেই হলো।’’
তিনি আরো বলেন, ‘‘এই মুহূর্তে আমি রাজনৈতিক, মানসিক ও সামাজিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য প্রস্ত্তত নই।’’
তিনি দলীয় কাজে নিয়োজিত আছেন জানিয়ে বলেন, ‘‘আমাকে কাপাসিয়া উপ-নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে, এখন আমি সেই দায়িত্বই ভালোভাবে পালন করতে চাই।’’
নিজেকে দলের সাধারণ কর্মী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন জানিয়ে তোফায়েল বলেন, মন্ত্রিত্ব থেকে দল অনেক বড়। একজন সাধারণ কর্মী থেকে আমি যদি দলের জন্য কাজ করে যেতে পারি, তবে নিজেকে ধন্য মনে করব।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভা এই নিয়ে চতুর্থবারের মতো সম্প্রসারিত হলো বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ যখন বাকি আছে ১৩ মাস, তখন বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে নতুন ৫ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে মন্ত্রীদের শপথ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান।
নতুন পাঁচ মন্ত্রী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, মহাজোট শরিক দল- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের সাংসদ এএইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ। প্রতিমন্ত্রী হয়েছেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী ও ঝিনাইদহ-১ আসনের এমপি আবদুল হাই।
তোফায়েল মন্ত্রিত্ব প্রত্যাখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বৃহস্পতিবার মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এতে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘‘মন্ত্রিসভায় যোগদানের জন্য আমি ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ডাকা হয়নি। ডেকেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে তোফায়েল আহমেদ শপথ না নিলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি।’’
বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে ৭ জন নব নিযুক্ত মন্ত্রীর শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার নিয়মিত কাজের অংশ হিসেবেই নতুন সদস্য নিয়োগ করা হয়েছে।’’
নতুন মন্ত্রীদের কয়েকজনকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই মন্ত্রী করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী সভায় নতুন মন্ত্রী যোগ করায় কাজের গতি বাড়বে কিনা জানতেই চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের মন্ত্রীরা নিয়মিত কাজ করার ফলেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাছাড়া মুল্যস্ফীতি কমেছে, প্রবৃদ্ধি বেড়েছে।’’
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, গওহর রিজভী এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
Leave a Reply