টেকনাফ প্রতিনিধি []
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আসামী ১। রশিদা বেগম (৪৫), স্বামী- জহির আহমদ, সাং-শাহপরীর দ্বীপ ডেইল পাড়া, টেকনাফ- কক্সবাজার।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী)রাত অনুমানিক ৮:১০ মিনিটের সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম সদর উপজেলার কলাতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।পরে উপস্হিত সাক্ষীদের সামনে জব্দকৃত ইয়াবা গণনা করে ১ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন শাহপরীর দ্বীপ ডেইলি পাড়ার দুইজন ইয়াবা গডফাদার এর নাম স্বীকার করেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছেন।
Leave a Reply