মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥শাহপরীরদ্বীপ বিওপি’র জওয়ানরা ঘোলাপাড়া সৈকত থেকে ভাসমান এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই লাশ সম্প্রতি মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় হতভাগা কোন যাত্রীর। টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে তাদের পুশব্যাক করা হয়। এছাড়া শাহপরীরদ্বীপ সৈকতে এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, সোমবার সকাল ৯টার দিকে দমদমিয়া বিওপি’র জওয়ানরা চেকপোষ্টে বিভিন্ন বাসে তল্লাশী চালিয়ে ৫ জন, জাদিমুরা ওমর খাল সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ১১ জন এবং সদর বিওপি’র জওয়ানরা ৩ জনসহ মোট মিয়ানমারের ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে বিকাল ৪টার দিকে তাদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে পুশব্যাক করা হয়।
#################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply