টেকনাফ শাহপরীরদ্বীপে ভাঙ্গা বাঁধ ও সড়ক নির্মানের দাবীতে শাহপরীরদ্বীপের সর্বস্তরের জনগনের এক সভা অনুষ্টিত হয়েছে। সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যানে মোঃ ইসমাইল মেম্বারের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়। ১৬ নভেম্বর শুক্রবার দুপুর ২ টায় শাহপরীরদ্বীপ তিনরাস্তার মাথায় স্থানীয় কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় তিনি বলেন, শাহপরীরদ্বীপ ভাঙ্গা বেড়ীবাঁধ ও সড়ক শীত মৌসুমের আগে জরুরী ভিত্তিতে নির্মান করে প্রায় ২ শ কোটি টাকার ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী করেন। তাছাড়া সড়ক ভাঙ্গনের ফলে প্রতিদিন শত শত রোগী, ও হাজারো পথচারী দূর্ভোগের শিকার হচেছ, নিত্য প্রয়োজনীয সামগ্রীর দাম বৃদ্ধি, মৎস্য কাজে ব্যবহারিত বরফের মূল্য বৃদ্ধি ও পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হচেছ। ওই সব কিছু থেকে পরিত্রান পেতে শাহপরীরদ্বীপের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সরকারের কাছে দাবী জানাচিছ।
সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হত দরিদ্রের জন্য সরকার প্রদত্ত কর্মসৃজন কর্মসূচীর আওতায় সাবরাং ইউপি চেয়ারম্যান শাহপরীরদ্বীপে দুইটি প্রকল্পে ২৮ লাখ টাকা বরাদ্ধ পায়। এলাকায় এত বড় সমস্যা থাকার পরেও স্থানীয় চেয়ারম্যান মনগড়া জালিয়াপাড়া হতে দঃ মাথার ৪ নং সুইচ গেইট ও উত্তর পাড়া হতে ক্যাম্প পাড়া পর্যন্ত দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। অতি সত্বর উক্ত প্রকল্প কাজ বন্ধ করে তা দিয়ে ভাঙ্গন মেরামতের দাবী করেন।
আমাদের সবাইকে সব ভেদাভেদ ভুলে এরকম আন্দোলন অব্যাহত রাখতে হবে ।