হাফেজ মুহাম্মদ কাশেম … বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফের শাহপরীরদ্বীপ সাগর উপকূলে অভিযান চালিয়ে ২ লক্ষ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে গভীর রাতে অন্ধকারের সুযোগে মাদক চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
২ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম দক্ষিণ—পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ষ্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরাম (এক্স) বিএনভিআর জানান, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে মধ্য রাত আড়াই টার দিকে (২ মার্চ মঙ্গলবার) সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূলে অভিযান চলাকালীন সময়ে ৩ জন লোককে টর্চ লাইটের আলোয় দেখতে পান। তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা পাশ্^বর্তী কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ইয়াবা ভর্তি ২টি বস্তা পাওয়া যায়। তা কোস্টগার্ড ষ্টেশনে এনে গণনা করে ২ লক্ষ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত মাদকের চালান পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##
Leave a Reply