হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ
এফডিএসআর পরিচালিত‘সূর্য্যরে হাসি ক্লিনিকের উদ্যোগে মাস ব্যাপী দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা’র অংশ হিসাবে ১৩ সেপ্টেম্বর শাহপরীরদ্বীপস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ১ম ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৮ জন মহিলাকে ইমপ্লান্ট এবং ৬ জন মহিলাকে আইইউডি পদ্ধতির সেবা দেওয়া হয়েছে। চিকিৎসার দায়িত্ব পালন করেন রামু সূর্য্যরে হাসি ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোহামদুল আলম চৌধুরী। দিন ব্যাপী সেবা দান ক্যাম্পে সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন-মৌলভীবাজারস্থ সূর্য্যের হাসি ক্লিনিকের কো-অর্ডিনেটর অজয় কুমার চৌধুরী, বাবুটি রাণী দাশ, নুরজাহান বেগম, মরিয়ম আক্তার, টেকনাফ পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই মন্টিংঅং। একইভাবে আগামী সপ্তাহে বাহরছড়া ইউনিয়নে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কো-অর্ডিনেটর অজয় কুমার চৌধুরী।
Leave a Reply