নুর হাকিম আনোয়ার, টেকনাফঃ টেকনাফে শামলাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী আটক করেছে। তম্মধ্যে ২৭ জুলাই ৯জনকে কোর্টে চালান দেওয়া হয়েছে। এরা হচ্ছে উত্তর শীলখালী নুরাইয়ারা পুত্র আবদু শুক্কুর ও গোলাম বারীর পুত্র নুরুল কবির। আবদু শুক্কুরের বিরুদ্ধে হত্যা ও বন মামলা সহ ৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শামলাপুর তদন্ত কেন্দ্রের আইসি এসআই বাবুল আজাদ জানান- জামিনের কাগজপত্র থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান- অপর ৯ জনের বিরুদ্ধে বন মামলাসহ জিআর, পিআর ও সিআর মামলার একাধিক ওয়ারেন্ট রয়েছে।