এটিএন ফায়সাল, টেকনাফ। টেকনাফে ৫৯০ পিস ইয়াবাসহ বিজিবি জওয়ানরা ৪ সেপ্টেম্বর টেকনাফ-শামলাপুর সড়কের দরগাহছড়া অস্থায়ী চেকপোস্টে ১ পাচারকারীকে আটক করেছে। ধৃত ব্যক্তি হ্নীলা মোছনী পাড়া মৃত আবদু রবের পুত্র মোঃ হারুন(৩০)। এদিকে বিজিবি টেকনাফ, দমদমিয়া ও নয়াপাড়া ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গাকে আটক করে একই দিন স্ব-স্ব সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে পুশব্যাক করেছে বলে বিজিবি সুত্রে জানা গেছে।
Leave a Reply