মোজাম্মেল হক বাহার,শামলাপুর, টেকনাফ…গত ১২ সভেম্বর রাত ৯ ঘটিকার সময় স্থানীয় শামলাপুরের নুর আহাম্মদের পুত্র জুহুর আলমকে শশুরালয় থেকে দাওয়াতের নাম দিয়ে ফোন করে নিয়ে গিয়ে বিষ মিশ্রিত এক গ্লাস শরবত পান করতে দেয়। জুহুর আলম উক্ত শরবতে ২ চুমুক দিয়ে বুঝতে পারে উক্ত শরবতে বিষ নিহিত রয়েছে। পান করার ২মিনিটের ব্যবধানে জুহুর আলম জ্ঞান হারিয়ে ফেলে। নির্ধারিত সময়ে বাড়ী না ফেরলে বাড়ীর লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির পর শশুরালয়ে গিয়ে দেখে জুহুর আলম জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। তখন তাকে পাশ্ববর্তী গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিলে ৫ঘন্টা পর জুহুর আলম চোখ খুললেও কথা বলতে পারেনি, পরদিন সকালে তাকে শামলাপুর আল-হোসাইন হেল্থ কেয়ারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্টারগণ তাকে উন্নত চিকিৎসা প্রদান করলে ঘন্টা খানেক পর তার জ্ঞান ফিরে। জানা যায় এর পূবেও শশুরালয় থেকে জুহুর আলমকে প্রাণে মারার হুমকি দেয়। এ ব্যপারে জুহুর আলমের মা বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত নেয়।
fayes