আবারও ক্যামেরার পিছনে ফিরে এসেছেন টেকনিক্যাল এক্সপার্ট ডিরেক্টর মালেক আফসারী। সময়ের আলোচিত প্রযোজক তাপসী ঠাকুরকে কথা দিয়েছেন পরিচালক মালেক আফসারী। সেই কথা রাখতেই তার আবার ফিরে আসা এবং তাপসী ঠাকুরের প্রযোজনায় শাকিব খানকে নিয়ে ‘খোদার দুনিয়া’ নামে একটি ছবি নির্মাণের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছেন। এ ছবিতে শাকিব খানের সঙ্গে থাকবেন অপু বিশ্বাস। হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ছবির কাজ শুরু হবে অচিরেই। প্রযোজক তাপসী ঠাকুরের মূল ভানায় ‘খোদার দুনিয়া’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন মোহাম্মদ রফিকুজ্জামান ও পরিচালক মালেক আফসারী। তাপসী ঠাকুরের প্রযোজনায় ‘মনের জ্বালা’ নামে একটি সুপার হিট ছবি উপহার দিয়েছিলেন মালেক আফসারী। তারপর নির্মাণ করার কথা ছিল ‘খোদার পরে মা’। পরিচালক হিসেবে চুক্তিবদ্ধও হয়েছিলেন মালেক আফসারী। কিন্তু পরবর্তীতে বেশ কিছু কারণে ছবিটি পরিচালনা করতে পারেননি তিনি। তবে কথা দিয়েছিলেন, একটি ছবি পরিচালনা করে দেবেন। সেই কথা রাখতেই আবারও তাপসী ঠাকুরের ঘরে প্রবেশ করলেন মালেক আফসারী। চূড়ান্ত করলেন ‘খোদার দুনিয়া’ ছবির গল্প, শিল্পী কুশলী। এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, তাপসী ঠাকুরের সঙ্গে আমার ভাইবোনের সম্পর্ক। ‘খোদার পরে মা’ ছবিটি পরিচালনা না করলেও সেই সম্পর্কটা নষ্ট হয়নি। তাই তো আবারও তার প্রযোজনায় ছবি পরিচালনা করছি। কথা দিচ্ছি ‘খোদার দুনিয়া’ ব্যাপক আলোচিত ছবি হিসেবে দর্শকদের সামনে আসবো।
Leave a Reply