আবদুর রহিম সেলিম, উখিয়া …কক্সবাজারের উখিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ১২ সেপ্টেম্বর বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দল কুতুপালং শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সরকারী কর্মকর্তাদের সাথে জরুরী বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে প্রায় দু’ ঘণ্টা ধরে প্রতিনিধি দল নিবন্ধিত ও অনিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন ও শরণার্থীদের ব্যাপারে যাবতীয় খোঁজ খবর নেন।
জানা গেছে, কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহজালাল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম স্থানীয় জনগোষ্টির দীর্ঘদিনের দাবী গুলো সহ কুতুপালংসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থানরত প্রায় ২ লক্ষাধিক রোহিঙ্গার প্রত্যাবাসন দ্রুত ত্বরান্বিত করার জন্য প্রতিনিধি দলের প্রতি আহবান জানান । তারা প্রতিনিধি দলের কাছে অভিযোগ করে বলেন, রোহিঙ্গারা স্থানীয় শ্রম বাজার দখলসহ অবাধ বিচরণ করার সুযোগ পেয়ে চুরি, ডাকাতি, ইয়াবা ব্যবসা, মানব পাচারসহ বিভিন্ন জগণ্য অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাই এদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর জোর দাবী জানান তারা। এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের বক্তব্য গুরুত্ব সহকারে শুনলেও কোন মন্তব্য করেনি।
প্রায় ঘণ্টা ব্যাপি বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কুতুপালংস্থ নিবন্ধিত শরণার্থী শিবির ও তৎসংলগ্ন অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। পরিদর্শন কালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শরণার্থীদের ঘরে ঘরে ঢুকে তাদের জীবন যাপন সহ সার্বিক চিত্র পর্যবেক্ষন করেন এবং তাদের সাথে খোলা মেলা আলাপ করেন। পরিদর্শন কালে রোহিঙ্গা শরণার্থীরা তাদের জীবন মান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার সমুন্নত রাখার বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার প্রদর্শন করেন। এতে নারী রোহিঙ্গারা ব্যাপকভাবে অংশগ্রহন করতে দেখা গেছে। রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে আসা মার্কিন এ দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মজিনা, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা শরণার্থী ও অভিবাসন উপসহকারী মন্ত্রী কেলি ক্লিমেন্টস, গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক উপসহকারী মন্ত্রী ড্যান বায়েল এর সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইক সেন্ডার্স, কক্সবাজারস্থ শরণার্থী ত্রান ও প্রত্যাবসন কমিশনার ফিরোজ সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল বাশির, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম, কুতুপালং ক্যাম্প ইনচার্জ জালাল উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার আবদুল হক চৌধুরী সহ সরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
Leave a Reply