ঈদের আগে সর্বশেষ শনিবার ব্যাংকগুলো খোলা থাকবে। লেনদেনের জন্য এরপর ব্যাংক খোলা পাওয়া যাবে বুধবার।
ঈদের আগে লেনদেনের সুবিধার জন্য বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ছুটির মধ্যেও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার শবে কদরের ছুটি থাকার পরও সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের শিল্পঘন এলাকার ব্যাংকের শাখাগুলো খোলা ছিল।
১৮ অগাস্ট ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ১২ অগাস্ট নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার ব্যাংক খোলা রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের লেনদেনের বিষয়টি বিবেচনায় রেখে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
ঈদের আগে দীর্ঘ ছুটির কারণে ব্যবসায়ী মহলও ব্যাংক খোলা রাখার দাবি জানিয়ে আসছিল।
Leave a Reply