হুমায়ুন রশিদ,টেকনাফ। টেকনাফের হ্নীলা রোহিঙ্গা বস্তি হতে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্য ১ সুন্দরী যুবতীকে অপহরণ করেছে অপর রোহিঙ্গা দম্পতি । এ ব্যাপারে অপহৃত যুবতীর মা টেকনাফ থানায় অপহরণকারী দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়েকে ফিরে পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছে মা-বাবা। অভিযোগে জানাযায়-২৬ আগষ্ট রাত ৮টারদিকে রোহিঙ্গা অধ্যূষিত সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা বস্তির এ ব্লকের ২৮৬নম্বর রোমের মোঃ কাসেম ও মজুনা বেগমের ১৪ বছরের সুদর্শনী কন্যা সাকেরা বগম (১৪) প্রকাশ পুতুইয়ানিকে একই বস্তির এফ ব্লকের জাফর আহমদের পুত্র ছব্বির আহমদ(৪০) ও তার স্ত্রী আয়েশা বেগম (৩৫) মিলে বেড়াতে যাওয়া সাকেরাকে বিভিন্ন প্রলোভন দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য অপহরণ করে নিয়ে যায়। তাকে না পাওয়ায় স্থানীয় সচেতন লোকজন নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে নিরাশ হয়। উক্ত মেয়ের সন্ধান না পেয়ে মেয়ের মা মজুনা বেগম গত ২৮ আগষ্ট টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অপহরণে অভিযুক্তদের সাথে-০১৮১৬-৮৮৯৮৪১-নম্বরের মোবাইলে যোগাযোগ করলে জানায় জনৈক মালয়েশিয়া প্রবাসী অলি আহমদের সাথে উক্ত মেয়ের প্রেমের সম্পর্ক ছিল । মেয়ের মা-বা অন্যত্র বিয়ে দিবে বিধায় আমাদের হাত ধরে প্রেমিক অলী আহমদের কাছে যেতে যায় বলে জানায়।
মেয়ের পিতা বলেন- উক্ত দম্পতি মোটাংকের বিনিময়ে আমার সুন্দরী মেয়েকে বিমান পথে মালয়েশিয়া পাচার করার জন্য অপহরণ করে নিয়ে গেছে । যেকোন মূল্যে আমার মেয়েকে উদ্ধারের জন্য বাংলাদেশের বিমান বন্দর, ডিবি পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইন প্রয়োগকারী সংস্থার সকলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply