কক্সবাজার মডেল থানা পুলিশ লিংক রোডের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে লিংক রোড মুহরী পাড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র করিম (২১) ও মোঃ হোসেনের পুত্র আব্দুল¬াহ (২০)।
মডেল থানা সূত্রে জানা যায় রোববার রাত ১ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের দরগাহ এলাকায় এএসআই নুরুল আবছারের নেতৃত্বে টহলরত একদল পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ তল¬াশী চালিয়ে তাদের কাছ থেকে ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। জানা গেছে তাদের সাথী অন্য একজন আরো কিছু মদ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
মডেল থানার এ.এস.আই নুরুল আবছার জানান আটককৃতরা রামু থেকে মদের বোতল গুলো নিয়ে কক্সবাজার আসছিল। এদিকে গতকাল দুপুরে আটক মাদক ব্যবসায়ী দুইজনকে মোবাইল কোর্টে চালান দিলে সংশি¬ষ্ট ম্যাজিষ্ট্রেট মো. খাইরুজ্জামান (সহকারি কমিশনার) তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় দেন এবং জেল-জরিমানা করেন।
জানা গেছে উলে¬খিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। তারা নিজেদের ঘরে বহিরাগত মেয়েদের রেখে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ বিভিন্ন সময় সেনাবাহিনীর অফিসারের অথবা পুলিশের আত্মীয় বলে পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করে।ও খুবই আতংকগ্রস্ত। সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, যারা ছাত্রীদেরকে ইভটিজিং করছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। না হলে তারা অপকর্ম করেও পার পেয়ে যাবে। তখন ছাত্রীদের স্বাভাবিক চালচলন বাধাগ্রস্ত হবে। শীঘ্রই এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান সচেতন মহল,অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Leave a Reply