মো. নুরুল করিম আরমান, লামা বান্দরবানের লামা বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এ সময় দোকান সংলগ্ন ৩টি ভাড়া বাসাও পুড়ে ক্ষতিসাধিত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ব্যবসায়ী ও বাড়ির মালিকদের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে লামা বাজার মাদ্রাসা সড়কের জমিদার মার্কেটে আকষ্মিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা শুক্কুর ষ্টোর ও আহমদ এন্টারপ্রাইজ নামক একটি হার্ডওয়ারের দোকান এবং শুক্কর ষ্টোরের গুদাম এবং ১ টি সেলুনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিভাতে স্থানীয়রা এগিয়ে আসলেও দোকানগুলো তালাবদ্ধ থাকায় কোন মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ শুক্কুর ষ্টোরের মালিক কুদ্দুস জানান, অগ্নিকান্ডে তার ২৫ লাখ ও পাশের হার্ডওয়ার দোকানের ৮ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের সময় বাইরে বৃষ্টি থাকায় আগুন বেশি দুর ছড়িয়ে পড়তে না পারলেও দোকান সংলগ্ন ৩টি ভাড়া বাসার ব্যপক ক্ষতিসাধিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, ভষ্মিভূত সেলুনটিতে ইলেকট্রনিক্স মেকানিকের কাজ করা হত। বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে ওই দোকান কিংবা অন্য দোকান ২টির কোন একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। #
Leave a Reply